ওসমানী বিমানবন্দরে ১১ পিস স্বর্ণের বার জব্দ
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে ১১ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিট থেকে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণ উদ্ধার হয় বলে জানান কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চ.দা.) বিকাশ চন্দ্র দেবনাথ।
আরও পড়ুনকাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চ.দা.) বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, বিমানের সিটের ওপর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১১ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। যার ওজন এক কেজি ২৮৩ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।
মন্তব্য করুন