রংপুরে ভোজ্যতেল আলু ও পেঁয়াজের দাম কমানোর দাবিতে মানববন্ধন
![](https://dailykaratoa.com/public/images/2024-12/13_manbo bondhon_original_1733329443.jpg)
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে আলু পেঁয়াজের দাম কমানোর দাবিতে ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি প্রদান করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর জেলা কমিটি।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাব রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এএইচ এম আমিরুল ইসলাম রাজু, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, ক্যাব রংপুরের সদস্য ফরহাদ হোসেন ও সাবেদুল ইসলাম। সঞ্চালনা করেন ক্যাব রংপুরের সহ-সভাপতি জসিম উদ্দিন।
মানববন্ধনে বক্তারা অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজার মনিটরিং, টিসিবির ট্রাকসেল বাড়ানো, টিসিবির ১ কোটির পরিবর্তে দেড়কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে পণ্য প্রদানসহ আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রেতাদের আইনের আওতায় আনার দাবি জানান।
আরও পড়ুনমানববন্ধন শেষে আলু পেঁয়াজের দাম কমানোর দাবিতে ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রির প্রতিবাদে র্যালি বের করা হয়। র্যালিটি প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে জাহাজ কোম্পানি মোড় হয়ে পুনরায় প্রেস ক্লাবে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আলু পেঁয়াজের দাম কমানো ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
মন্তব্য করুন