ভিডিও বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে অভিযান, ওষুধ জব্দ, মামলার নির্দেশ

বগুড়ায় ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে অভিযান, ওষুধ জব্দ, মামলার নির্দেশ, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ার ফেয়ার ইউনানী ল্যাবরেটরি নামে একটি ওষুধ কোম্পানী থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়াও ১৫ প্রকার অনুমোদনহীন ওষুধ উৎপাদনের প্রমাণ পাওয়ায় ওই কোম্পানীর বিরুদ্ধে নিয়মিত মামলার আদেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে শহরের তিনমাথাস্থ ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে  অনুমোদনহীন ওষুধ উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়াও ভেষজ উপাদান, অননুমোদিত রঙ মেশানো,সকল সিরাপ এবং ওষুধে ব্যবহার নিষিদ্ধ স্যাকারিন মেশানোসহ বেশকিছু অনিয়ম ধরা পড়ে। পরে ওই প্রতিষ্ঠানের রং ও স্যাকারিন মেশানো ঔষুধ গুলো জব্দ করে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য জেলা ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় সেনাবাহিনীর সদস্য ও জেলা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কারে ইনসানিয়াত বিপ্লবের ১৮ প্রস্তাব

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ঘরের ভিত ঘেঁষে পুকুর খননের অভিযোগ

রংপুরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

শিল্পখাতে জ্বালানি সংকট

বগুড়ায় ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে অভিযান, ওষুধ জব্দ, মামলার নির্দেশ