রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ঘরের ভিত ঘেঁষে পুকুর খননের অভিযোগ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় এক প্রতিবন্ধী পরিবারকে উচ্ছেদ করতে ঘরের ভিত (পিড়ালি) ঘেঁষে এস্কেভেটর মেশিন (ভেকু) দিয়ে গভীর পুকুর খননের অভিযোগ উঠছে দুইজনের বিরুদ্ধে। উপজেলার ইটাকুমারী ইউনিয়নের বড় হায়াত খাঁ (হাজীপাড়া) গ্রামে আজ বুধবার (৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে করে প্রতিবন্ধী ওই পরিবারের দুটি ঘর, গাছপালা ও বাথরুমের সেপটিক ট্যাঙ্ক যে কোন সময় ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে হেকমত আলীর কাছে থেকে বিগত ২০০৭ সালে দলিলমূলে ১৭ শতাংশ জমি ক্রয় করে বাক প্রতিবন্ধী রজব আলী। সেই দলিলে স্বাক্ষী হন হেকমত আলীর অপর ভাই আবুল কাশেম। তখন প্রতিবন্ধী পরিবারকে এক দাগে ১৭ শতক জমি দেয়া হয়েছে বলে জানানো হয়। পরে তিনি ওই জমিতে মাটি ভরাট করে তার দুই ছেলে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামকে নিয়ে বসবাস করতে থাকেন।
সাত মাস আগে জমির পরিমাপ করতে গিয়ে প্রতিবন্ধী রজব আলীর পরিবার জানতে পারেন যেখানে বসবাস করছেন সেখানে সাড়ে ৫ শতক এবং পিছনে একটি গর্তের মধ্যে সাড়ে ১১ শতক জমি রয়েছে। এরপর দাতা হেকমত আলীর ভাই আবুল কাশেম ও তার দুই ছেলে নুরনবী এবং নুর আলম মিয়া জমি ছেড়ে দিতে চাঁপ প্রয়োগ করেন।
আরও পড়ুনপ্রতিবন্ধী রজব আলীর স্ত্রী রুবি বেগম বলেন, জমি কেনার সময় আবুল কাশেম সাক্ষী ছিলেন। আজ তারাই আমাকে ভিটে ছাড়া করতে চাইছে। রজব আলীর ছেলে শফিকুল ইসলাম বলেন, বাবা প্রতিবন্ধী। আমরা ছোট ছিলাম। তাই তারা এখন আমাদের উচ্ছেদের জন্য ঘরের পিড়ালি ঘেঁষে পুকুর খনন করা হচ্ছে। আমরা ন্যায় বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে আবুল কাশেম ও তার ছেলে নুরনবী মিয়া বলেন, তারা দুই দাগে জমি কিনেছেন। দুই দাগে বাড়ি করুক। ঘরের পিড়ালি ঘেঁষে পুকুর খননের বিষয়ে জানতে চাইলে নুরনবী মিয়া বলেন, অনেকবার বলার পরও তারা শোনেননি। তাই বাধ্য হয়ে এ কাজ করেছি।
মন্তব্য করুন