ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

অভিষেকের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের মাঝেই নিমরতের জীবনে নতুন সঙ্গী

অভিষেকের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের মাঝেই নিমরতের জীবনে নতুন সঙ্গী, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : অভিষেক-নিমরত কৌরের সম্পর্ক নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে এই প্রেম গুঞ্জন নিয়ে অভিষেক বা নিমরত কেউই মুখ খুলছেন না, বরং প্রশ্ন উঠলেই এড়িয়ে যাচ্ছেন এসব বিতর্ক। ঠিক এরই মাঝে নিমরত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন সঙ্গীর ছবি শেয়ার করলেন। যার সঙ্গেই আজকাল বিকেলে চায়ের আড্ডা জমছে অভিনেত্রীর।

নিমরত তার ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, বিড়ালের সঙ্গে বসে রয়েছেন তিনি। আর সেই পোস্টেই লিখলেন, ‘বাড়ি ফিরলাম। চায়ের সঙ্গীর সঙ্গে বসে রয়েছি।’ সদ্য ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি জুনিয়র বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা না বললেও নিজের প্রেম জীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ‘আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।’ পাশাপাশি সিঙ্গেল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি বচ্চন পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, ‘অভিষেক বর্তমানে অন্য অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছেন।’ 

আরও পড়ুন

অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয় এর মাঝেই নতুন গুঞ্জন, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নিমরত কৌর। এর আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল রবি শাস্ত্রীর সঙ্গে। নেটপাড়াতেও ঐশ্বরিয়া রাই এবং নিমরত কৌরের তুলনা টেনে আলোচনা-সমালোচনা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ছাত্রলীগ নেতা রশিদ গ্রেপ্তার

‘কিছু স্থাপনা ও সিঁড়ির জন্য ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত যেতে পারেনি’

ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  : ২৬ ডিসেম্বর ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর মিডিয়া ব্রিফ্রিং অনুষ্ঠিত

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই সতীন পিঠা বিক্রি করে সংসারে এনেছেন স্বচ্ছলতা

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর