ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

কুষ্টিয়ায় অত্যাধুনিক বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে অত্যাধুনিক বিদেশি পিস্তল ও গুলিসহ জুয়েল রানা (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা ডিগ্রির চর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

জুয়েল ওই এলাকার জাহাঙ্গির আলমের ছেলে। তিনি চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী।

বুধবার বেলা ১টার সময় বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব বিষয় জানান।

আরও পড়ুন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ডিগ্রির চর এলাকায় একটি অস্ত্রের চালান হাত বদল হবে। এ সংবাদের ভিত্তিতে মধ্যরাতে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় জুয়েল রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য মোতাবেক তার হেফাজত থেকে একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

পরে বিজিবির পক্ষ থেকে দৌলতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার