ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশিরা প্রয়োজন হলে থাইল্যান্ড-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া যাবে

বাংলাদেশিরা প্রয়োজন হলে থাইল্যান্ড-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া যাবে

ভারতের অবস্থা কাহিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল ভারত এটাকেও ভূলুণ্ঠিত করছে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ জাতি। ৩০ লাখ মানুষের আত্মদান ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে এই জাতি স্বাধীনতা অর্জন করেছে। ১৮ থেকে ১৯ কোটি মানুষের এই দেশকে আপনারা চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে, মিথ্যা অপপ্রচার চালিয়ে দাবিয়ে রাখতে পারবেন? পারবেন না। হঠাৎ করে আপনাদের কী হলো যে পার্শ্ববর্তী দেশে নিয়ে ওঠেপড়ে লেগেছেন। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কলকাতায় গিয়ে ডলার খরচ করে কেনাকাটা করে, চিকিৎসা করতে যায় হাসপাতালে। হাসপাতাল আর চলবে না। ভারত মনে করেছে বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে, না বাংলাদেশের মানুষ আনন্দিত। প্রয়োজন হলে বাংলাদেশিরা থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যাবে কিংবা অন্য দেশে যাবে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সাম্প্রদায়িকতার ধোয়া তুলে কট্টর হিন্দুবাদীদের উসকে দিয়ে ভারত উপমহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, সাম্প্রদায়িকতার ধোয়া তুলে ভারতের বর্তমান সরকার নিজের দেশকে যেমন বিভাজন করছে। তাদের বিদ্বেষপূর্ণ ও হিংসাশ্রয়ীমূলক মনোভাবের কারণে আজকে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ভারতের সঙ্গে নেই। পাকিস্তান তো নেই, বাংলাদেশও আপনাদের সঙ্গে নেই। শুধুমাত্র তাদের অহংকার এবং শোষণের মনোভাবের কারণে এই অবস্থা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি সিলিন্ডারের দাম বাড়ায় সাধারণ মানুষের সংসারিক বাজেটে চাপ

নওগাঁয় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

জবি ছাত্রদলের সাবেক সভাপতির নতুন বইয়ের মোড়ক উন্মোচন

দিনাজপুরের ঘোড়াঘাটে স্কুল শিক্ষকের ১৭টি লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

জয়ের জন্য চিটাগং কিংসের প্রয়োজন ১৬৪ রান

বগুড়ার কাহালুর অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত