ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ট্রেনে হেরোইন পাচারকালে নারী আটক

সিরাজগঞ্জে ট্রেনে হেরোইন পাচারকালে নারী আটক

সিরাজগঞ্জে ট্রেনে হেরোইন পাচারকালে নিলুফা ইয়াসমিন (৩৫) নামে এক নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার কাছ থেকে ৬৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে তাকে হেরোইনসহ আটক করা হয়।

আরও পড়ুন

আটক মোছা. নিলুফা ইয়াসমিন চাঁপাইনবাবগঞ্জ সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলেন। র‍্যাবের মিডিয়া শাখা এ তথ্য নিশ্চিত করে। আটক নারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফা ইয়াসমিনকে আটক করে র‍্যাবের একটি দল। এ সময় তার সঙ্গে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১৫শ টাকা জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন আজহারী, অংশ নেবেন মাহফিলে

আবারও ইসরায়েলে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

নিহতের পরিবারকে মোট অঙ্কের ক্ষতিপূরণ দিলেন আল্লু অর্জুন

অল্পতেই পার পেলেন কোহলি

অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার সেই লেহেঙ্গাটি!

যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান : আইআরজিসি