আসছে ফারুকীর ৪২০ ডাবল আপ ৮৪০
বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে ২০০৭ সালে নির্মিত হয়েছিল তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’। এর পেছনের কারিগর ছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। কিন্তু দেশের বিগত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে নানান ভিন্নতা দেখা গেছে নেতাদের মাঝে। সে বিষয় তুলে আনতেই দীর্ঘ এক অপেক্ষা! তাই এবার ‘৪২০’ ডাবল আপ হয়ে ফিরে আসছে ‘৮৪০’ হয়ে!
গেল বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে নতুন এই সিরিজটি নিয়ে সুখবর জানিয়েছেন ফারুকী নিজেই। সেখানে সিরিজটি নিয়ে একটি রিলস প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, খুব শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় এই সিরিজটি।
সেই পোস্টে ফারুকী উল্লেখ করেন, ‘পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’র ডাবল-আপ ‘৮৪০’।’
আরও পড়ুনএরপর শুক্রবার দুপুরে সিরিজটি নিয়ে আরও একটি পোস্ট দেন ফারুকী। ‘সেখানে সিরিজটির বিহাইন্ড দ্যা সিন এর অংশ তুলে ফারুকী লেখেন, গত বছর ঠিক এই সময় আমরা শ্যুট করছিলাম ৮৪০-এর। সময়টা মনে রাখা জরুরি নানা কারণে। আজকে রাত সাতটায় ট্রেলার আসছে। সম্পূর্ণ দেশি মশলায় নির্মিত ৮৪০’র ট্রেলার! এক্সাইটেড!’
তবে ফারুকীর এই সিরিজটি কোথায় দেখানো হবে, কোন ফরম্যাটে দেখানো হবে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
মন্তব্য করুন