ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

এবার প্রকাশ্যে এলো নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির

এবার প্রকাশ্যে এলো নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির

এবার প্রকাশ্যে এসেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছর পর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে আসে তারা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে সামজিক যোগাযোগমাধ্যমে জেলা শহরের এরাবিয়ান কমিউনিটি সেন্টারের নবীনবরণ অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়ে।

জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে গোপনে কার্যক্রম চালালেও দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে আসে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির। নবীনবরণ অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অন্তত ৩০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা গেছে। তবে নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম এখনো প্রকাশ্যে আনেনি এই ছাত্র সংগঠন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন।

নবীনবরণে উপস্থিত কয়েকজন শিবির নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই শিবিরের কমিটি ছিল তবে কখনো প্রকাশ্যে আসেনি। এবার প্রকাশ্যে এলেও সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির কারাও নাম প্রকাশ হয়নি।

আরও পড়ুন

এদিকে নবীনবরণে উপস্থিত নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ তাই সহজেই সামনে আসবে না কমিটি। পরিস্থিতি বুঝে ধীরে ধীরে সামনে আসার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম আইনে খুব শিগগিরই পরিবর্তন দেখতে পাবেন : প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস

বিজিবির বাধায় কলারোয়া সীমান্তে বিএসএফের কাঁটাতার নির্মাণ বন্ধ

লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব গ্রেপ্তার

পরীমণি নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বললেন 

শাহজাহান ওমরসহ তিনজন নতুন মামলায় গ্রেপ্তার