আইরিশ মেয়েদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচাতে আজ আইরিশ মেয়েদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টির প্রথম ম্যাচ হেরে বসে নিগার সুলতানা জ্যোতির দল। আজ শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড নারী দল।
বাংলাদেশ দল আজ নিজেদের শক্তি এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় ছিনিয়ে আনতে মরিয়া। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বোলিং আক্রমণ এবং ব্যাটিং বিভাগ উভয় ক্ষেত্রেই উন্নতি দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা। প্রথম টি-টোয়েন্টি হারলেও ম্যাচের আগের দিন সিলেটে বিশ্রাম করেছে বাংলাদেশ। তবে, প্র্যাক্টিসে নিজেদের ঝালিয়েছেন আইরিশ নারীরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গ্যাবি লুইস, লিয়া পলদের দুর্দান্ত পারফরম্যান্সই কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের। টাইগ্রেস ব্যাটাররা ভালো ফর্মে থাকলেও, বোলারদের নিতে হবে বাড়তি দায়িত্ব।
আরও পড়ুনবাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, সোবহানা মুশতারী, নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার, তাজ নেহার, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার ও জাহানারা আলম।
আয়ারল্যান্ড একাদশ
অ্যামি হান্টার, গ্যাবি লুইস (অধিনায়ক), ওরলা প্রেনদারগ্যাস্ট, লিয়া পল, লরা ডেলানি, সারা ফোর্বস, রেবেকা স্টোকেল, আর্লেন কেলি, আলানা ড্যালজেল, ফ্রেয়া সার্জেন্ট ও অ্যাইমি মাগুয়ার।
মন্তব্য করুন