দুই বছর পর দ্বৈত চরিত্র নিয়ে ফিরছেন আইরিন
বিনোদন ডেস্ক : প্রায় দুই বছর পর ‘দুনিয়া’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল আইরিন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘কাগজ’। মাঝে প্রায় দুই বছরের বড় পর্দায় দেখা যায়নি তাকে।
তার অভিনীত 'দুনিয়া' সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। এর আগে সাইফের পরিচালনায় ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’-এও অভিনয় করেছেন আইরিন। ছবি মুক্তি নিয়ে আইরিন বলেন,‘ আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। একটি চরিত্র আধুনিক; শহুরে। আরেকটি চরিত্র মফস্বলের মেয়ে। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।’ মাঝে নিয়মিত পাওয়া যায়নি চাকরি নিয়েছিলেন, বছরখানেক আগে চাকরি ছেড়েছেন। অভিনয়ের ফাঁকে ব্লগিং করছেন এই অভিনেত্রী। দুনিয়া' সিনেমায় আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, নিরব ও অমৃতা।
আরও পড়ুনমন্তব্য করুন