ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

হুমকির মাঝেই হঠাৎ করে মুম্বাই ছাড়লেন সালমান খান

হুমকির মাঝেই হঠাৎ করে মুম্বাই ছাড়লেন সালমান খান

বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউডের ভাইজান সালমান খানের। কদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন। গুঞ্জন রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হয়েছেন তিনি। এই ঘটনা নিয়ে যখন গোটা ভারতজুড়ে তোলপাড়, তখন নতুন করে হুমকি পেলেন অভিনেতা।

বাবা সিদ্দিকীর মৃত্যুর পর সালমানকে কখনো ফোনে, কখনো চিঠিতে, আবার কখনো সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে হুমকি দেওয়া হচ্ছে। এ জন্য সালমানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসবের মাঝেই হঠাৎ করে বাবা সিদ্দিকীর ছেলের সঙ্গে মুম্বাই ছাড়লেন ভাইজান।

শুক্রবার (৬ ডিসেম্বর) মুম্বাই বিমানবন্দরে দেখা গেল সালমানকে। ছিলেন তার দেহরক্ষী শেরাও। কোথায় গিয়েছেন অভিনেতা তা জানা যায়নি।

হঠাৎ শহর ছাড়ার কারণে এই সপ্তাহে ‘বিগ বস’-এর ‘উইকেন্ড কা ওয়ার’-এও থাকবেন না সালমান। তার পরিবর্তে সঞ্চালনা করবেন কোরিওগ্রাফার ফারাহ খান।

আরও পড়ুন

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে বিষ্ণোই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন সালমান। ওই বছর ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান। আর এই বিষ্ণোই গ্যাং কৃষ্ণসার হরিণকে মাতৃরূপে পূজা করে। সেই সময় লরেন্সের বয়স ছিল ৫ বছর। তখন থেকেই সালমানকে খুন করার ইচ্ছে প্রকাশ করেন লরেন্স।

বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স এক পুরোনো সাক্ষাৎকারে বলেছিলেন, সালমানকে হত্যা করাই লক্ষ্য। আমাদের আর কোনো লক্ষ্য নেই। কিন্তু সালমান যদি একটি কাজ করেন, তাহলে ক্ষমা করে দিতে পারেন। সেই সাক্ষাৎকারে লরেন্সকে প্রশ্ন করা হয়েছিল, কী করলে সালমানকে তারা ক্ষমা করবেন? উত্তরে তিনি বলেন, আমাদের, বিষ্ণোইদের একটা মন্দির রয়েছে। এই মন্দিরের নাম মুকাম (মুকাম মুক্তিধাম মন্দির)। এই মন্দিরে গিয়ে সালমান যদি ক্ষমা চান এবং বলেন, যা করেছেন, তা ভুল করে করেছেন। মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। এক কথায়, সালমানকে মুকাম মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে।as

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন আজহারী, অংশ নেবেন মাহফিলে

আবারও ইসরায়েলে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

নিহতের পরিবারকে মোট অঙ্কের ক্ষতিপূরণ দিলেন আল্লু অর্জুন

অল্পতেই পার পেলেন কোহলি

অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার সেই লেহেঙ্গাটি!

যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান : আইআরজিসি