চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোরশেদা (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় চৌডালা ইউনিয়নের সাহেবগ্রামে তার বাবার বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মোস্তফার মেয়ে।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুনএ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, গতকাল শুক্রবার রাতে ওই কিশোরীর মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। গতকাল শনিবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন