নকলায় ২১ কেজি গাঁজাসহ তিন কারবারি আটক
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জেলার নকলা উপজেলা থেকে ২১ কেজি গাঁজাসহ তিন কারবারিকে আটক করা হয়েছে।
আজ রোববার (৮ ডিসেম্বর) নকলা উপজেলা শহরের হলপট্টি মোড়ে অভিযান চালিয়ে নেত্রকোনা থেকে শেরপুরগামী একটি সিএনজি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ফয়সাল মাহমুদ এ বিষয়টি জানিয়েছেন।
আরও পড়ুনআটককৃত মাদক কারবারিরা হলেন - শেরপুর সদর উপজেলার তেতুলিয়া রামপুর বাজার গ্রামের মো. নওশেদের ছেলে নয়ন (২২), তারাকান্দি গ্রামের মো. পিয়ার আলীর ছেলে রাসেল (২৪) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. আল আমিন (২৮)। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নকলা থানায় সোপর্দ করে এজাহার দাখিল করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ফয়সাল মাহমুদ জানান, এ অভিযানে ২১ কেজি ওজনের গাঁজার ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। সেই সঙ্গে তিন মাদক কারবারিকেও আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে নেত্রকোনা জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে এসব গাঁজা শেরপুরে বিক্রি করার জন্য আনা হচ্ছিল।
মন্তব্য করুন