ভিডিও বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

কেন আজও মানুষ ইলুমিনাতিতে বিশ্বাস করে?

সংগৃহীত,কেন আজও মানুষ ইলুমিনাতিতে বিশ্বাস করে?

আজ থেকে ২৪৮ বছর আগে ‘ইলুমিনাতি’ নামে একটি গোপন আর বাস্তব সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল।ইলুমিনাতি বিশ্বে আধিপত্য বিস্তার করে আছে, এই ধারণাটি মানুষের মন থেকে সম্পূর্ণরূপে উধাও হয়ে যায়নি বরং এটি পপুলার কালচারের মধ্যে ছড়িয়ে পড়েছে।

১৯৬৩ সালে, "প্রিন্সিপিয়া ডিসকর্ডিয়া" শিরোনামে নামে একটি বই প্রকাশ পায়, যেখানে ধর্মের বিপরীতে "ডিসকর্ডিয়ানিজম" নামে একটি বিকল্প বিশ্বাস ব্যবস্থার প্রচার করা হয়।

এই ব্যবস্থার ইশতেহারে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে নৈরাজ্যবাদ এবং নাগরিক অবাধ্যতা ছড়ানোর কথা বলা হয়েছে।

ডিসকর্ডিয়ানিজমের অনুসারীর মধ্যে লেখক রবার্ট অ্যান্টন উইলসনও ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পিছনে ইলুমিনাতির ভূমিকা ছিল বলে দাবি করে ডিসকর্ডিয়ানিজমের কিছু অনুসারী। এ নিয়ে তারা বিভিন্ন জার্নালে জাল চিঠিও পাঠায়।

আরও পড়ুন

উইলসন পরে রবার্ট শিয়াকে নিয়ে একটি বই প্রকাশ করেন, যার নাম 'দ্য ইলুমিনাতি ট্রায়োলজি', যেটি ভীষণ জনপ্রিয় হয় এবং এর সর্বাধিক কপি বিক্রি হয়। বইটি ষড়যন্ত্র তত্ত্ব বিষয়ক সাহিত্যচর্চা ও চলচ্চিত্রের নতুন ধারার জন্ম দিয়েছে।

যেমন ড্যান ব্রাউনের উপন্যাস "এঞ্জেলস অ্যান্ড ডেমনস" যা নিয়ে পরে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এটি ওই কথাসাহিত্যের নতুন ধারায় অনুপ্রাণিত সৃষ্টি।

ইলুমিনাতি স্যাটানিজম বা শয়তানবাদ এবং অন্যান্য আদর্শের সাথেও যুক্ত ছিল যার ফলে সংগঠনটি ১৮ শতকের মূল ব্যাভারিয়ান গোষ্ঠীদের থেকে অনেক দূরে সরে গিয়েছিল।

সূত্র: বিবিসি নিউজ বাংলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের ঐতিহ্য হারিয়ে চলনবিল এখন মধুর বিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শ গ্রামে আগুন ১০ বাড়ি পুড়ে ছাই

বন্ধ রংপুর চিনিকল পুনরায় চালুর সিদ্ধান্তে এলাকায় খুশির বন্যা

ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ

রংপুরের কাউনিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

বগুড়ায় রানার প্লাজায় ৫ লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরি