মানবতার রাজনীতি মানবজীবনের রাষ্ট্রনীতিঃ আল্লামা ইমাম হায়াত
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন- মানবতার রাজনীতি মানবজীবনের অবিচ্ছেদ্য বিষয়। মানবতার রাজনীতি মানবজীবনের রাষ্ট্রনীতি। প্রাকৃতিক শক্তির পর মানবজীবনের নিয়ন্ত্রক শক্তি রাজনীতি। মানবতার রাজনীতি না থাকলে মানবতাবিরুদ্ধ অপরাজনীতির অশুভ নিয়ন্ত্রণে জীবন রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়।
আল্লামা ইমাম হায়াত জানান- বর্তমান দুনিয়ায় চলমান সকল রাজনীতি দুই ধারার একক গোষ্ঠীবাদি অপরাজনীতি। (1) একক ধর্মের নামে ধর্মের প্রকৃত শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদি হিংস্র পাশবিক সাম্প্রদায়িক অপরাজনীতি। (2) বস্তুবাদি জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীবাদি পাশবিক অপরাজনীতি। একক ধর্ম ও একক জাতীয়তাবাদ একক গোষ্ঠীবাদি অপরাজনীতির বিপরীত ও একক গোষ্ঠীবাদি অপরাজনীতি থেকে মুক্তির রাজনীতি মানবতার রাজনীতি।
আল্লামা ইমাম হায়াত স্পষ্ট করেন- মানবতার রাজনীতি মানে সব মানুষের ভালোবাসা ও সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক সর্বজনীন মানবতার রাজনীতি। সব মানুষের অধিকার ভিত্তিক মানবিক সাম্যের রাজনীতি ই মানবতার রাজনীতি। মানবতার রাজনীতির মূল কথা রাষ্ট্র ও সম্পদ ও দুনিয়া এক ধর্ম এক জাতি এক গোষ্ঠীর নয়, জীবন ও জগতের স্রষ্টা ও তাঁর রাসুল প্রদত্ত রাষ্ট্র- সম্পদ- দুনিয়া সবার সব মানুষের। মানবতার রাজনীতির দৃষ্টিতে বস্তুবাদি জাতীয়তাবাদের উর্ধে মানবতা অখণ্ড এবং দুনিয়ার রূপরেখা হবে অখণ্ড মানবতার অবিভাজ্য দুনিয়া। মানবতার দুনিয়া মানে প্রতিটি মানুষের জন্য জীবনের স্রষ্টাপ্রদত্ত ও তাঁর রাসুল প্রদত্ত বিশ্ব সম্পদে সব মানুষের মালিকানা ও জন্মগত বিশ্বনাগরিকত্ব ভিত্তিক মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত state & world of universal humanity based on authority of every life. মানবতার রাজনীতির বিপরীত রাজনীতি একক ধর্মের নামে বা একক বস্তুবাদি জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীর স্বার্থ ভিত্তিক অপরাজনীতি।
একক গোষ্ঠীবাদি অপরাজনীতির অন্য সকল মানুষের জীবন নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার অস্বীকার করে এবং একক গোষ্ঠীর রাষ্ট্রের মাধ্যমে অন্য সকলের ধর্ম বিশ্বাস আদর্শ মত পথ উৎখাত করে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার বলে নিজেদের মত পথ চাপিয়ে দেয়। মানবতার রাজনীতির বিপরীত একক গোষ্ঠীবাদি অপরাজনীতি সব মানুষের অধিকার স্বীকার করেনা এবং রাষ্ট্র ও সম্পদ সবার স্বীকার করেনা বরং অন্য সবার জীবন ও অধিকার অস্বীকার ও উৎখাত করে। মানবতার রাজনীতি সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। এ যুগে আল্লামা ইমাম হায়াতের মাধ্যমে মানব জীবনের মৃত সংজ্ঞা ও মৃত মানবসত্তা এবং বিলুপ্ত মানবতার রাজনীতি পূণরুজ্জীবিত হয়েছে।
আরও পড়ুনবিশ্ব ইনসানিয়াত বিপ্লব, World humanity revolution বর্তমান দুনিয়ায় মানবসত্তার দিকদর্শনে মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে একমাত্র সংগঠন। মানবতার রাজনীতি না থাকা মানে মানবজীবনের মৃত্যু এবং মানবতার রাষ্ট্র না থাকা মানে। জীবনের মালিকানা- অধিকার- নিরাপত্তা- স্বাধীনতা ও সকল মানবাধিকারের মৃত্যু। মানবতার রাজনীতির ভিত্তি সকল বস্তুর উর্ধে কেবল জীবনের স্রষ্টার নামে স্রষ্টার আলো মহান রেসালাতের আলোকে মুক্ত স্বাধীন মানবসত্তা। মানবসত্তার ভিত্তিতে জীবনের আত্মমালিকানা ও রাষ্ট্র ও দুনিয়ার সম্মিলিত মালিকানা ই মানবতার রাজনীতির মূল সূত্র। মানবতার রাজনীতি অস্বীকার মানবজীবন অস্বীকার। মানবজীবন স্বীকার করলে মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র স্বীকার করতেই হবে। কারন মানবজীবন স্বীকার করলে রাষ্ট্র সবার- সম্পদ সবার- দুনিয়া সবার স্বীকার করতেই হবে যা মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র ছাড়া অসম্ভব। মানবতার রাজনীতির লক্ষ্য মানবতার রাষ্ট্র গড়ে তোলা ও মানবতার দুনিয়া গড়ে তোলা। একমাত্র মানবতার রাষ্ট্রের মাধ্যমেই জীবনের স্বাধীনতা ও সকল মানবাধিকার কায়েম থাকে । মানবতার রাষ্ট্রের বিপরীত একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র।
আল্লামা ইমাম হায়াত জানান- মানবতার রাজনীতির বিপরীত একক ধর্মের নামধারী ও একক জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীর হিংস্র পাশবিক অপরাজনীতি। মানবতার রাজনীতির বিপরীত একক ধর্ম ও একক জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীর পাশবিক অপরাজনীতির কারনেই মানুষ মানবতার শত্রু অমানুষ হয় এবং মিথ্যা ও জুলুমের স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত কায়েম থাকে। মানবজীবনের সকল সংকট ও দুর্দশার মূল কারণ মানবতার রাষ্ট্র ও মানবতার রাজনীতির শূন্যতায় মানবতাবিধ্বংসী একক গোষ্ঠীবাদি হিংস্র অপরাজনীতির সৃষ্ট একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র।
মন্তব্য করুন