ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্বশুরের মৃত্যু

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্বশুরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্বশুর মো. ইউসুফ আলী খান(৬০) মারা গেছেন।

আজ মঙ্গলবার  (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের বাঘেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পুত্রবধূ শাবানা আক্তারকে (২৫) ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের মেহেদী হাসান খানের স্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে বিদ্যুতায়িত হন। ওই সময় শাবানা আক্তারের শ্বশুর ইউসুফ আলী খান পুত্রবধূকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় আহত শাবানা আক্তারকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 
 

হাউসূফ আলী খানের ভাতিজা দুলাল শেখ জানান, প্রতিবেশী মকবুল শেখের মালিকানাধীন গাছ কাটার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউসুফ আলীর খানের বাড়ির গলিতে রাখা হয়। ওই বিদ্যুতের তারে জড়িয়ে তার চাচার মৃত্যু হয়।

আরও পড়ুন

তবে মকবুল হোসেনের দাবি, ইউসুফ আলী খান তার বাড়ির পাশের মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার এসআই নবী নূর বলেন, আমি খবর পেয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি। তদন্তের পর বিস্তারিত বলতে পারব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা