নেত্রকোনায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ
নেত্রকোনার কলমাকান্দায় সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া এলাকায় পাকা সড়কের ওপর থেকে এসব মদ জব্দ করা হয়।
আরও পড়ুনবিজিবি সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলায় বিজিবি’র পাঁচগাও বিওপির ছয় সদস্যের একটি টহল দল রাতে রংছাতি ইউনিয়নের ধারাপাড়া এলাকায় পাকা সড়কের ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
মন্তব্য করুন