ভিডিও সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

জয় বাংলা রাষ্ট্রীয় শ্লোগান হতে পারেনা, এটা বলা ভূল ও অযৌক্তিকঃআল্লামা ইমাম হায়াত

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন- '' জয় বাংলা ''- নয়। '' জয় বাংলা '' বলা ভূল ও অযৌক্তিক ।

তিনি বলেন,জয় বাংলা রাষ্ট্রীয় শ্লোগান হতে পারেনা। জয় বাংলাদেশ-জয় বিশ্ব মানবতা, বা শুভ বাংলাদেশ শুভ বিশ্ব মানবতা, লেখা বলা যায়। বা বাংলাদেশ দীর্ঘজীবি হোক, বা শান্তিময় হোক বাংলাদেশ, বা নিরাপদ হোক বাংলাদেশ, বা স্রষ্টার করুনাধন্য হোক বাংলাদেশ, বা স্রষ্টার করুনাধন্য হোক বাংলাদেশ ও জগতবাসী। এগুলোর যে কোনো সর্বজনীন শুভ কামনামূলক যে কোনোটা বলা লিখা যায় রাষ্ট্রীয় শ্লোগান করা যায়।

আল্লামা ইমাম হায়াত বলেন- বাংলা একটা ভাষার নাম, বাংলা কোনো রাষ্ট্রের নাম নয়। বাংলা বলতে পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই। সংবিধানে এই দেশ এই রাষ্ট্রের নাম বাংলাদেশ। এছাড়া- '' জয় বাংলা '' - বস্তুবাদি জাতীয়তাবাদ ভাষাগত জাতীয়তাবাদ ভিত্তিক অপরাজনীতির ধারক একটা দলের দলীয় শ্লোগান। শুধু জয় বাংলাদেশ বললেও রাষ্ট্রগত জাতীয়তাবাদ হয়ে যাবে, সাথে জয় বিশ্ব মানবতা বললে শুদ্ধ হবে এবং নিছক রাষ্ট্রীয় জাতীয়তাবাদ হবে না। ঈমানদারের সব কিছুই কলেমার চেতনা ও অখন্ড মানবতার চেতনা ভিত্তিক হতে হবে। মুসলিম না হলেও মানুষ হলেও সব কিছু মানবিক চেতনা- মানবিক বিবেকবোধ- মানবাধিকার ভিত্তিক হতে হবে।

আরও পড়ুন

আল্লামা ইমাম হায়াত আরো বলেন- প্রাকৃতিক ভাবেই সব মানুষ এক জাতি। মানবতা অখণ্ড, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান হিসেবে রাষ্ট্র সবার- সম্পদ সবার- দুনিয়া সবার সব মানুষের এবং প্রতিটি মানুষ জন্মগত বিশ্বনাগরিক। প্রাকৃতিক ভাবেই এ দুনিয়ার সব মানুষ ই আদিবাসী, কেউ কোথাও অভিবাসী নন। কোনো মানুষ অবৈধ নয়, বর্ডার অবৈধ। একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠীর সব রাষ্ট্র অবৈধ- অন্যায় -অবিচার -কারাগার- মানবতার বিরুদ্ধে অপরাধ। জীবনের সত্য ও মানবাধিকার স্বীকার করলে মানবিক ভ্রাতৃত্ব ভিত্তিক অখন্ড মানবতা স্বীকার করতে হবে।

জীবন ও মানবাধিকার বিশ্বাস করলে জীবন ও জগতের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রাসুল প্রদত্ত সব মানুষের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মানবিক সাম্য- বিশ্ব সম্পদে সব মানুষের মালিকানা ও সবার প্রাকৃতিক বিশ্বনাগরিকত্ব ভিত্তিক অখন্ড মানবতার অখন্ড দুনিয়া মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত স্বীকার করতেই হবে, নাহয় জীবন ও মানবতা অস্বীকার হবে, দয়াময় স্রষ্টার কর্তৃত্ব ও বিধান লংঘন হবে, মিথ্যা - জুলুম- মুলুকিয়তের আঁধারে জীবন ধ্বংস হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ’লীগের এদেশের মাটিতে রাজনীতি করার কোন অধিকার নেই : জানে আলম খোকা

নাটোরের বড়াইগ্রামে একই রাতে ৩টি ট্রান্সফরমার চুরি

সন্ত্রাস করে এখন আর কেউ পার পাবে না : সাবেক এমপি মোশারফ

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

বগুড়ার শিবগঞ্জে জাপা নেতা সাহিনুর গ্রেপ্তার

দিনাজপুরের কাহারোলে স্ত্রীর স্বপ্ন পূরণ করলেন স্বামী