শহীদ বুদ্ধিজীবী দিবসে জবি ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
জবি প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী কর্তৃক বাংলাদেশের বুদ্ধিজীবী ও জাতির মেধাবী সন্তানদের নৃশংস হত্যাকান্ডের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজ ১৪ই ডিসেম্বর এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
আরও পড়ুনঅনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সাইন্স বিভাগ অধ্যাপক নাসির উদ্দিন এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.নাসির উদ্দিন। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবি মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন