জবিতে পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষা ফি কমানোর দাবি
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার ১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০২৪ শে আমরা কোটার জন্য আন্দোলন করেছি কিন্তু এখনো যদি সেই কোটা বাতিল না হয় তা খুবই দুঃখজনক। যে কোটার জন্য এতকিছু হয়েছে, আমরা চাই না নতুন বাংলাদেশে বৈষম্যমূলক কোনো কোটা থাকুক। শিক্ষার্থীরা আরও বলেন, পোষ্য কোটা হচ্ছে সমাজে একটি সুশীলদারী ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য। এটি কখনো সাম্যতা নিশ্চিত করে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে, অনতিবিলম্বে এই কোটা বাতিল করতে হবে অথবা শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
আরও পড়ুনভর্তি ফি কমানোর বিষয়ে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি ফি এত টাকা করলে সাধারণ শিক্ষার্থীরা হিমসিম খায়। দেখা যায় অনেক শিক্ষার্থী শুধু টাকার জন্য ভর্তি পরীক্ষার আবেদনও করতে পারে না। আমরা চাই ভর্তি ফি ন্যূনতম পর্যায়ে এনে সকলের জন্য সহজ করে দেওয়া হোক। মানববন্ধনে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বোটানি বিভাগের শিক্ষার্থী কেএম রাকিব বলেন, যে কোটার বিপক্ষে গিয়ে জীবন দিয়েছে হাজারো ছাত্র-জনতা সেই কোটা পুনর্বহাল রাখা চব্বিশের বিপ্লবকে উপহাস করার শামিল। কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেব না।
মন্তব্য করুন