স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিলো আওয়ামী লীগ: জামায়াত আমীর
দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে এই শুভেচ্ছা জানান তিনি।
এ সময় তিনি একাত্তরে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটি দল জাতিকে বিভক্ত করেছিলো। স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিলো। একটি পরিবারের দখলে নিয়ে জনগণকে প্রজা বানিয়েছিলো।
এ সময়, ৭১ আর ২৪-এ যারা প্রাণ দিয়েছে, সবার প্রতি সম্মান প্রদর্শন করেন জামায়াতের আমির। তিনি বলেন, আর কোনো দল যেন এই বিজয় দখল না করতে পারে। মানুষের স্বাধীনতাকে কেউ ছিনতাই করতে পারবে না। সঠিক ভোটার তালিকা করতে হবে। প্রবাসীরাও যেনো ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, ২৮ অক্টোবর ২০০৬ সালে পথ হারিয়েছিলো বাংলাদেশ। ২৪-এর আগস্টে আবার সঠিক পথে ফিরেছে দেশ। মাফিয়া মাদারের নির্দেশে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে। শহিদদের পরিবার বিচার চেয়েছিলো৷ তবে কোনো বিচার হয়নি। এদেশে এবার আওয়ামী লীগের বিচার হবে বলেও জানান তিনি।
আরও পড়ুনজামায়াত কখনও অন্যায়ের কাছে মাথা নত করবে না। কোনো বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করবে না। ৭৫-এ কারা শেখ মুজিবকে হত্যা করেছে? কেনো করেছে? সেই প্রশ্নের উত্তর খোঁজার আহ্বানও জানান তিনি। জনগণের ওপর আর কোনো প্রতিশোধ নিতে দেয়া হবে না।
পরে জামায়েত আমীরের নেতৃত্বে র্যালি করে দলটি।
মন্তব্য করুন