ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

দিনাজপুরের বিরামপুরে লক্ষ্যমাত্রার বেশি জমিতে চাষ হলেও নতুন আলুর দাম চড়া

দিনাজপুরের বিরামপুরে লক্ষ্যমাত্রার বেশি জমিতে চাষ হলেও নতুন আলুর দাম চড়া

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বাজারে অস্বাভাবিকভাবে আলুর দাম বেড়ে যাওয়ায় বিরামপুর উপজেলার কৃষকরা এবার লক্ষ্যমাত্রার বেশি জমিতে আলুর আবাদ করেছেন। নতুন আলু বাজারে উঠলে কমার বিপরীতে বেশি দাম হওয়ায় ক্রেতাদের স্বস্তি মিলছে না। আলুর দাম বেশি হওয়ায় লাভের আশায় এবার উপজেলার কৃষকরা সর্বোচ্চ পরিমাণ জমিতে আলু আবাদ করেছেন। অনেকে আগে অন্য ফসল আবাদ করলেও এবার নতুনভাবে আলু চাষ করেছেন।

উপজেলার মোহনপুর গ্রামের সুফিয়া বেগম তার জমিতে আগে আলুর চাষ না করলেও এবার তিন বিঘা জমিতে বীজআলু বপণ করেছেন। একই গ্রামের জয়নাল মেম্বার গত বছর ৫ বিঘা জমিতে আলু চালষ করলেও এবার করেছেন ৮ বিঘায়।

উপজেলার কৃষি বিভাগ জানাচ্ছে, এবার এক হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সর্বশেষ তথ্যমতে চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার অনেক বেশি জমিতে আলুর আবাদ হয়েছে।

আরও পড়ুন

আগাম বপণকৃত নতুন আলু বাজারে উঠলেও দাম চড়া। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, পুরাতন আলু ৬০/৭০ টাকা কেজি দরে এবং নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। লক্ষ্যমাত্রার বেশি জমিতে আবাদের প্রেক্ষিতে আলুর দাম কমার আশা থাকলেও ক্রেতাদের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় জানান, এবার উপজেলায় লক্ষ্যমাত্রার অনেক বেশি জমিতে আলুর চাষ হয়েছে। আগাম চাষকৃত আলু বাজারে উঠতে শুরু করেছে। বাজারে আলুর সরবরাহ বাড়লে দাম কমতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে পাকাকরণের জন্য খুঁড়ে রাখা সড়কে দুর্ভোগ পাঁচ গ্রামের মানুষের

নির্দিষ্ট কয়েকজন ফুটবলার থাকলে কোচিং করাবো না; বাটলার

রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা হাসনাতের

বগুড়ায় ভাই-বোনসহ তিন কারবারি গ্রেফতার, ৯৩ বোতল ফেন্সিডিল

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন ছাত্র-জনতা

নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব ছাড়লেন তিলকারত্নে