ভিডিও সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

কিশোর গ্যাংয়ের সদস্য আলভি ও রিশাদ

পটুয়াখালীর বাউফলে সহপাঠীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। আহত দুই শিক্ষার্থীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন।

ছুরিকাঘাতে আহতরা হলেন ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন।

ভুক্তভোগী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, রোববার (১৫ ডিসেম্বর) কলেজে একটি ক্রীড়া অনুষ্ঠান হয়েছিলো। সেখানে বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্য আলভি ও রিশাদ কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা আলভি ও রিশাদকে কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে আজ কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে আলভি ও রিশাদের নেতৃত্বে ১০-১৫ জন বহিরাগত হামলা চালায়। এ সময় তাদের ছুরিকাঘাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

আরও পড়ুন

এ বিষয়ে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের  অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, ইভটিজিং এর বিষয়টি আমরা আজকে জানতে পেরেছি। প্রতিবাদ করায় অভিযুক্ত বহিরাগতরা কলেজে প্রবেশ করে আমাদের দুজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এ বিষয়ে কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত ইউএনও প্রতীক কুমার কুন্ডু মহোদয়ের সাথে আলোচনা চলছে, তার পরামর্শ মোতাবেক বিকেলে থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ঘটনা জানার পরে পুলিশ কলেজ পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সুবিধা দিতে একটি গোষ্ঠী গুচ্ছে পক্ষে: জবি শিক্ষক সমিতি

জবিয়ান জামালপুর ফোরামের বার্ষিক বনভোজন গজনী অবকাশে

যমুনায় অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু, সনাক্ত হয়নি ৬ দিনেও

বগুড়ার শেরপর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীসহ নিহত ২