ভিডিও বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

মালাইকার কলেজ জীবন নিয়ে অতিষ্ঠ ছিলেন তার মা

মালাইকার কলেজ জীবন নিয়ে অতিষ্ঠ ছিলেন তার মা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ৫০ বছর বয়সেও যে সৌন্দর্যে কোনও ভাটা পড়ে না, তা প্রমাণ করে দিয়েছেন মালাইকা। অল্প বয়স থেকেই সৌন্দর্যের পূজারী অভিনেত্রী। এর জন্য নাকি বেশ সমস্যাও পড়তে হয়েছিল তাকে। এক সময় কলেজ থেকে একের পর এক নালিশ আসত মালাইকার নামে। ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রীর মা।

মুম্বাইয়ের জয় হিন্দ কলেজে পড়তেন মালাইকা। কিন্তু তিনি নাকি কলেজই যেতেন না। কলেজে উপস্থিত না থাকায় ফোন আসত তার মায়ের কাছে। সম্প্রতি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন মালাইকা।

কলেজে পড়তে পড়তেই মডেলিং শুরু করেছিলেন অভিনেত্রী। তাই পড়াশোনা ও মডেলিং একসঙ্গে বজায় রাখা কঠিন হয়ে উঠেছিল তার কাছে। এ কারণে অধিকাংশ দিনই কলেজে অনুপস্থিত থাকতেন তিনি। তিনি বলেছেন, ‘পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছিল আমার জন্য। কারণ, মায়ের কাছে কলেজ থেকে বার বার ফোন আসত। আমি বেশিরভাগ দিনই কলেজে গিয়ে উঠতে পারতাম না। এই নিয়েই মায়ের কাছে নালিশ আসত।’

আরও পড়ুন

বিজ্ঞাপনী চিত্র থেকে মডেলিংয়ের কাজ শুরু করেছিলেন মালাইকা। বার বার কলেজ থেকে নালিশ আসতে থাকায় মাকে সত্যি কথা বলতে বাধ্য হন অভিনেত্রী। তিনি জানান, মডেলিংই মন দিয়ে করতে চান তিনি, এটাই তার স্বপ্ন।

সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়, সেই সময় স্বাধীনতা না কি খ্যাতি কোন দিকে ছুটছিলেন তিনি? উত্তরে তিনি স্পষ্ট জানান, স্বাধীনতাই চাইতেন তিনি ১১ বছর বয়সে মালাইকার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। তাই একাকী মায়ের পাশে দাঁড়ানো ও দায়িত্ব নেওয়াও তার লক্ষ্য ছিল সেই সময়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩৫

অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

নরসিংদীতে আধিপত্যর জেরে দুই পক্ষের গোলাগুলি, আহত ৩

টঙ্গীতে জুবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

গাজীপুর আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

৯ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়