ইসরায়েলের হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত, মৃত্যু ছাড়াল ৪৫ হাজার
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখন্ডে ইসরায়েলি বিমান হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ১০ জন একটি ঘরের মধ্যে ছিল। মেডিকেল কর্মীরা জানিয়েছেন, রাফার দক্ষিণাঞ্চলের পশ্চিম দিকে আরও গভীরে ইসরায়েলের ট্যাঙ্ক প্রবেশ করেছে।
খবর : রয়টার্স
স্থানীয়রা জানিয়েছেন, রাফার মিশর সীমান্তের কাছে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করেছে। ট্যাঙ্ক থেকে হামলা চালানোর ফলে সেখানে আশ্রয় নেয়া অনেক পরিবার বাধ্য হয়ে খান ইউনিসের উত্তর দিকে পালাতে বাধ্য হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে ইতিহাসের ভয়াবহ হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে (যাদের অধিকাংশ বেসামরি নাগরিক) এবং ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।
এ ঘটনার পরই ইসরায়েল আত্মরক্ষার নামে এবং হামাসকে নির্মূলে গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে। হামলায় এ পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যার অধিকাংশ বেসামরিক নাগরিক।
মন্তব্য করুন