বরিশালে ঘোড়া চুরির অভিযোগে শেকলবন্দি তরুণকে উদ্ধার
নিউজ ডেস্ক: বরিশাল নগরের রসুলপুর চর থেকে মাদকবিরোধী অভিযানে গিয়ে ঘোড়া চুরির অভিযোগে শেকল দিয়ে বেঁধে রাখা এক তরুণকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
ঘটনার তিন দিন পর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে তাকে উদ্ধার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সগীর হোসেন।
উদ্ধার মো. তাসীন (১৯) নগরের কলাপট্টি এলাকায় বসবাস করেন। তার বাবা-মা কেউ বেঁচে নেই।
সগীর হোসেন বলেন, রসুল চরে মাদক উদ্ধারে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় চরের বাসিন্দা মাসুদ সরদারের ঘরে তালাবন্দি অবস্থায় পায়ে শেকলে বেঁধে রাখা তাসীনকে পাওয়া যায়।
তাসীনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তিনি বলেন, “মাসুদ সরদারের একটি ঘোড়া ছিল। কয়েকদিন আগে ওই ঘোড়া চুরি হয়ে যায়। ঘোড়া চুরির অভিযোগে তিন দিন আগে তাসীনকে ধরে এনে তালাবন্দি করে ঘরে আটকে রাখা হয়।”
আরও পড়ুনতাসীনকে উদ্ধার করা হলেও বাড়ির মালিক মাসুদ সরদারকে পাওয়া যায়নি বলে জানান পুলিশ পরিদর্শক সগীর হোসেন।
এ ঘটনায় তাসীনের মামা জনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন