ভিডিও বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ফজরের আজান দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ইমাম-মোয়াজ্জিন

ফজরের আজান দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ইমাম-মোয়াজ্জিন, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন-শেরপুরের ঝিনাইগাতি উপজেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০), তিনি মধুপুর উপজেলার কাকরাইদ বেরিবাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের ইমাম ছিলেন এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চুয়ালিপাড়া গ্রামের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮), তিনি একই মসজিদের মোয়াজ্জিন ছিলেন। 

স্থানীয়রা জানান, তারা দুইজন বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন। তারা পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদে ইমামতি ও মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে মসজিদে আজান দেওয়ার জন্য মাদরাসা থেকে মোটরসাইকেলের মসজিদের দিকে যাচ্ছিলের। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মোয়াজ্জিন ও ইমাম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আরও পড়ুন

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, দুইজন নিহত হয়েছেন। এর আগে তাদের গুরুতর আহতবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পিকআপটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদপন্থিদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি

নতুন বছরে অনন্যার চাওয়া

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ম্যাচ সেরার পুরষ্কার জিতে যা বললেন শামীম পাটোয়ারী

গঠন হচ্ছে ‌‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’