বিজয় দিবসের অনুষ্ঠানে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে নিহত দুই কিশোর
মফস্বল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের মৃত এজাবুলের ছেলে মাসুদ (১৭) ও একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। এ ঘটনায় আহতরা হলেন সুমন, আরমান, রজব ও ইমন। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে মল্লিকপুর বাজারে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে দুই দল কিশোরের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন তাদের থামিয়ে দেয়। পরে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যাওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত প্রকৃত কারণ জানা যায়নি। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন