আবারও বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক : গত চার বছরে নিজেকে অনন্য এক অবস্থানে নিয়ে যাওয়া আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের অর্জনের মুকুটে এবার আরও একটা পালক যুক্ত হয়েছে। ফিফা’র বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন অ্যাস্টন ভিলার এমি মার্টিনেজ।
গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে ফিফা'র 'দ্য বেস্ট ২০২৪' এর আসর। তাতে ২০২৪ এর বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন অ্যাস্টন ভিলায় খেলা আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। শেষ তিন বছরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। এদিকে বছরের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড উঠেছে আরেক আর্জেন্টাইন আলেহান্দ্রো গারনাচোর হাতে। এভারটনের বিপক্ষে বাইসাইকেল কিকে করা গোলের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।এর আগে ২০২২ সালেও ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন মার্টিনেজ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হওয়ায় দারুণ অবদান রেখেছিলেন এই গোলরক্ষক। সেপ্টেম্বরে ব্যালন ডি’অরের মঞ্চেও মৌসুমের সেরা গোলরক্ষক হিসেবে ইয়াসিন ট্রফি জিতেছিলেন তিনি। যেটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ইয়াসিন ট্রফি। ফিফা বর্ষসেরা গোলরক্ষক হওয়ার পথে মার্টিনেজের প্রতিদ্বন্দ্বী ছিলেন রিয়াল মাদ্রিদের ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রে লুনিন, আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড রায়া, ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন, পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মা, এসি মিলানের ফরাসি গোলরক্ষক মাইক মাইগন্যান এবং অ্যাতলেটিক বিলবাওয়ের স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন।
এমি মার্টিনেজ ফের ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হওয়ায় আর্জেন্টিনা জাতীয় দল অভিনন্দন জানিয়েছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে 'দ্য বেস্টের' ছবি শেয়ার করে লেখা হয়েছে, 'ফের সবার সেরা: এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টাইন জাতীয় দল এবং অ্যাস্টন ভিলার একটি প্রতীক, এবং আবারও বিশ্বের সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন
মন্তব্য করুন