ভিডিও বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

লাবণ্য রূপে বড় চমক পরীমণির!

লাবণ্য রূপে বড় চমক পরীমণির!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলেছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির। আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এবার সামনে এলো সিনেমায় পরীমণির লুক; যেখানে পরীর চরিত্রের নাম লাবণ্য।

সম্প্রতি পরীমণি তার ফেসবুক পেজে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে।

সেই পোস্টারের ক্যাপশনে পরী লেখেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’

আরও পড়ুন

দেবরাজ সিনহা পরিচালিত সিনেমাটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

ছবির শ্যুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। ‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। আর ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড।

সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। সেখানে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল রানা খোকন গ্রেপ্তার

সাত বিভাগে শুক্রবার থেকে ভারী বর্ষণের আভাস

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বাবা-ছেলে অস্ত্রসহ আটক

যশোরের শার্শা সীমান্ত থেকে বাংলাদেশি ২ যুবকের মরদেহ উদ্ধার

যে রেস্তোরাঁয় ১ কাপ চা লাখ টাকা

আজ ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদারমুক্ত দিবস