ফিফা দ্য বেস্ট-কাদের ভোট দিলেন মেসি?
স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে কাতারের দোহায়। ভিনিসিয়ুসের জয়ের মাধ্যমে শেষ হওয়া সেই আসরের পর ফিফা এবার প্রকাশ করেছে ভোটের বিস্তারিত তথ্য, যেখানে উঠে এসেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দেওয়া ভোট এবং যারা তাকে সেরা নির্বাচিত করেছেন তাদের তালিকা।
গতবারের বিজয়ী মেসি এবার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের কাছে শীর্ষস্থান হারিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। মোট ২৫ পয়েন্ট পেয়েছেন তিনি, যেখানে ভিনিসিয়ুস ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মেসি তার ভোটে তিনজন খেলোয়াড়কে বেছে নেন। প্রথমে তিনি স্পেনের তরুণ প্রতিভা লামিন ইয়ামালকে ভোট দেন। দ্বিতীয় পছন্দ হিসেবে ছিলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে এবং তৃতীয় পছন্দ হিসেবে ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়রকে ভোট দেন, যিনি শেষ পর্যন্ত ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন।
আরও পড়ুন২০২৩ সালের বিজয়ী লিওনেল মেসি এবার ষষ্ঠ স্থানে শেষ করেছেন। তার দেওয়া ভোটগুলো তরুণ খেলোয়াড়দের দিকে ইঙ্গিত করছে, বিশেষ করে লামিন ইয়ামাল এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা তার পছন্দের তালিকায় ছিলেন। তবে এবার ‘দ্য বেস্ট’ জিতে ভিনিসিয়ুস জুনিয়র নিজের অসাধারণ পারফরম্যান্সের জন্য স্বীকৃতি পেলেন। ‘দ্য বেস্ট’ পুরস্কারের ভোটিং সিস্টেমের মাধ্যমে ফুটবল বিশ্বের সমর্থন এবং প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে।
মন্তব্য করুন