ভিডিও বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের মাঠ থেকেই বিভিন্ন দেশের ওপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন চীন, কানডা ও মেক্সিকোর ওপর চড়া শুল্ক আরোপের কথা বললেও এখন এই তালিকায় ভারতের নামও যুক্ত করলেন তিনি। ভারতীয় পণ্যের ওপর অধিক হারে ট্যাক্স আরোপের হুমকি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। খবর : এনডিটিভি।

সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, (শুল্ক আরোপের বিষয়টি হবে) পারস্পরিক। যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরা তাদের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করব। তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে। আমরা তাদের ওপর শুল্ক আরোপ করি। তারা আমাদের ওপর আরও শুল্ক আরোপ করে। প্রায় সব ক্ষেত্রেই, তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আর আমরা তাদের ওপর শুল্ক আরোপ করি না। চীনের সঙ্গে সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ভারত ও ব্রাজিল সেই কয়েকটি দেশের মধ্যে রয়েছে যারা নির্দিষ্ট মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে।

তিনি বলেন, ‘পারস্পরিক’ শব্দটি গুরুত্বপূর্ণ কারণ কেউ যদি আমাদের ওপর শুল্ক আরোপ করে ভারত, আমাদের নিজেদের নিয়ে কথা বলতে হবে না-যদি ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, আমরা কি তাদের ওপর শূন্য শুল্ক আরোপ করব? আপনি জানেন, তারা একটি সাইকেল পাঠায় এবং আমরা একটি সাইকেল পাঠাই। তারা আমাদের ১০০ বা ২০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেয়। ভারত অনেক বেশি শুল্ক আরোপ করে। ব্রাজিলও অনেক বেশি শুল্ক আরোপ করে। তারা যদি আমাদের ওপর শুল্ক আরোপ করতে চায়, সেটা ঠিক আছে, তবে আমরা তাদের ওপরও একই পরিমাণ শুল্ক আরোপ করব।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

পাবনার সাঁথিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল রানা খোকন গ্রেপ্তার

সাত বিভাগে শুক্রবার থেকে ভারী বর্ষণের আভাস

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বাবা-ছেলে অস্ত্রসহ আটক

যশোরের শার্শা সীমান্ত থেকে বাংলাদেশি ২ যুবকের মরদেহ উদ্ধার

যে রেস্তোরাঁয় ১ কাপ চা লাখ টাকা