নতুন বছরে অনন্যার চাওয়া
বিনোদন ডেস্ক : ২০২৪ যেমন ভালো কেটেছে অভিনেত্রী অনন্যা পান্ডের, তেমনই ছিল বেশকিছু খারাপ অভিজ্ঞতাও। তাই তিনি নতুন বছরের পরিকল্পনা নিয়ে সম্প্রতি কথা বলেছেন। জানিয়েছেন শারীরিকভাবে থাকবেন ব্যাপক সচেতন।
এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘এ বছর আমি অনেক ভালোবাসা অনুভব করেছি। আমি চাই এ অনুভূতি চলতে থাকুক এবং ২০২৪ সালে আমি জীবনের মৌলিক বিষয়গুলোতে ফিরে গিয়েছি, যেগুলো আমি সবচেয়ে বেশি ভালোবাসি।’
এরপর ২০২৫ সালে নিজের জন্য কী চাইবেন, এমন প্রশ্নের উত্তরে ‘কল মি বেই’ অভিনেত্রী বলেন, ‘ভালো স্বাস্থ্য চাই। ২০২৪ সাল ছিল সেই বছর যখন আমি নিজের স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে পেরেছি। তাই নতুন বছর শারীরিকভাবে ব্যাপক সচেতন থাকতে চাই।’
আরও পড়ুনসম্প্রতি অনন্যা পান্ডের জন্মদিনে ওয়াকার তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন একটি আবেগপূর্ণ বার্তার মাধ্যমে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, সুন্দরী। তুমি আমার খুবই বিশেষ একজন। আমি তোমাকে ভালোবাসি, অ্যানি।’
বর্তমানে এই অভিনেত্রী ‘কল মি বেই’ কমেডি ড্রামা সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং করছেন। এ ছাড়া ধর্মা প্রোডাকশন প্রযোজনায় ‘চাঁদ মেরা দিল’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সূত্র : পিঙ্কভিলা
মন্তব্য করুন