ভিডিও বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

আবু সাঈদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন, ডিসিকে প্রত্যাহারের দাবি

আবু সাঈদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন, ডিসিকে প্রত্যাহারের দাবি

শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি ও জেলা প্রশাসকের নিরব ভূমিকার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে প্রত্যাহার এবং কটুক্তিকারী বিতর্কিত মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। 

বক্তারা অভিযোগ করেন, গত ১৬ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ইদ্রিছ আলী ভূঁইয়া শহীদ আবু সাঈদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘আবু সাঈদ শহীদ হয়েছেন, কিন্তু কার সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছেন?’ বক্তৃতায় এ ধরনের কটুক্তি সত্ত্বেও জেলা প্রশাসক ফৌজিয়া খান মঞ্চে উপস্থিত থাকলেও কোনো প্রতিবাদ জানাননি।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, ‘১৬ ডিসেম্বরের বক্তব্য শহীদ আবু সাঈদের প্রতি অশ্রদ্ধা। আমরা ২৪ ঘণ্টার মধ্যে কটুক্তিকারীকে গ্রেফতার ও জেলা প্রশাসককে প্রত্যাহার চাই। তা না হলে দুর্বার আন্দোলন হবে।’

আরও পড়ুন

অভি চৌধুরী বলেন, ‘প্রশাসনে এখনও ফ্যাসিস্ট মনোভাবের লোক রয়ে গেছে। শহীদ আবু সাঈদ আমাদের প্রেরণা, তাকে অপমানকারীদের আইনের আওতায় আনা না হলে ছাত্র সমাজ কঠোর কর্মসূচি নেবে।’

জেলা প্রশাসক ফৌজিয়া খানের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করেও কোনো সাড়া মেলেনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অভি চৌধুরী, শেখ মুদ্দাসসির তুশি, জুয়েল আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ছাত্রদল নেতাকে আটক করে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরৎ, এসআই তরিকুল ক্লোজড

বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের আশার আলো দেখাচ্ছে বিশ্বের দামী ফুল লিলিয়ামের সফল উৎপাদন

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ১ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান জব্দ

‘সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে’

বগুড়া শিবগঞ্জের মানিকগঞ্জ থেকে শিবগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে সেফটি ট্যাংকে পড়ে নিহত ১