বগুড়ার শেরপুরে শ্রমিকলীগ নেতা সাইফুল গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০১৮ সালে বিএনপির নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা ভাংচুর হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি শ্রমিকলীগ নেতা সাইফুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে। সে খানপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানা যায়, আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা পুকুড়চালা গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
আরও পড়ুনশেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সাইফুল গত ১১ নভেম্বর বিএনপি নেতার দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করুন