দিনাজপুরের নবাবগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুনের ঘটনায় মামলা দায়ের
নবাাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুনের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার নিহতের ছেলে শামুজ্জামান ওরফে লাভলু বাদি হয়ে তার বোন জামাই শহিদুল ইসলামকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন বলে থানা সূত্রে জানা যায়।
মামলায় বাদির বোন জামাইয়ের বাঁশের লাঠির আঘাতে তার পিতার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত সোমবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের মনিরামপুর (সিটির মোড়) গ্রামে জামাইয়ের হাতে শ্বশুর শাহাজাদ আলী (৬০) খুন হন।
আরও পড়ুনমন্তব্য করুন