বগুড়া শিবগঞ্জের মানিকগঞ্জ থেকে শিবগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধার
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের মামুন (৩৩) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জের ধামরাই থানা পুলিশ। নিহত মামুন উপজেলার পিরব ইউনিয়নের দেবচন্ডী গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, গত সোমবার দিবাগত রাত ৩টায় ধামরাই থানা এলাকার একটি পাকাসড়কের পাশ থেকে পুলিশ একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মরদেহটির শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে।
তার কাছে থাকা এনআইডিতে উল্লেখ করা পরিচয়ে শিবগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। থানা পুলিশ বিষয়টি তার পরিবারের লোকজনকে জানান। নিহত মামুনের পরিবারের লোকজন জানান, পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা ধামরাই থানায় গিয়ে মরদেহটি মামুনের বলে শনাক্ত করেন। মরদেহটি বাড়িতে এনে আজ বুধবার (১৮ নভেম্বর) দাফন করা হয়। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
আরও পড়ুনশিবগঞ্জ থানা ওসি আব্দুল হান্নান ধামরাই থানা পুলিশের বরাত দিয়ে জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায়। এ ব্যাপারে ধামরাই থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন