বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে ২ দালাল আটক
বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে কম সময়ে পাসপোর্ট করে দেওয়ার অভিযোগে এক নারীসহ দুই দালালকে আটক করা হয়।
আজ বুধবার (১৮ ডিসেম্বর ) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে থাকা দালাল সাইদা বেগম ও জাকির হোসেন।
আটক দুই জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৪০০ টাকা করে জরিমানা করা হয়।
আরও পড়ুনঅভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বয় কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা জানান, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকার বিনিময়ে পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে একদল দালাল চক্র বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগে আজ সকাল থেকে তারা অভিযান পরিচালনা করেন। এর সঙ্গে জড়িত থাকায় দুই জনকে তারা এয়ারপোর্ট থানা পুলিশের মাধ্যমে হাতেনাতে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে স্বচ্ছভাবে কাজ করার পরিবেশ তৈরি হবে। আবেদনকারীদের সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করে আবেদনের অনুরোধ জানান। সে ক্ষেত্রে কোনও দালালের প্রয়োজন হয় না। আমরা সবসময় তাদের সেবায় নিয়োজিত আছি।
মন্তব্য করুন