ভিডিও বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

নাটোরে জনসভায় যাওয়াকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

নাটোরে জনসভায় যাওয়াকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, প্রতীকী ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় বিএনপি’র জনসভায় যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মমিনপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন-উপজেলার মোমিনপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. আলী (৩০), মুসলেম উদ্দিনের ছেলে  মো. রানা (২৩), মফিজ মন্ডলের ছেলে মো. লালু (৪০), আসকান আলীর ছেলে মো. রিগ্যাল (৩০), রবিউল ইসলাম (৪০), আশিক আলী (২৭), লেদু প্রামানিকের ছেলে মুস্তাহাব হোসেন (৬৫), জামাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৭) এবং কৃষ্ণপুরদীঘা আসামপাড়া গ্রামের নাজমুলের ছেলে শাওন (১৮), শাহিন হোসেনের ছেলে ইয়াসিন আলী (২২), মুসলেম উদ্দিনের ছেলে মো. জীবন (১৭) ও আজিজ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মিয়া (৪৫)।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সংঘর্ষে আহতরা সকলেই বিএনপি সমর্থিত মোমিনপুর ও কৃষ্ণপুরদিঘা আসামপাড়া এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকেলে তারা উভয়পক্ষ উপজেলার রামশার কাজিপুর ডা. নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র জনসভায় যাচ্ছিলেন। এসময় মোমিনপুর গ্রামের জাকির আলী, রানা, আশিকের সাথে একটি তুচ্ছ ঘটনা নিয়ে কৃষ্ণপুরদিঘা আসামপাড়া গ্রামের খলিল, আতাহার, সাদ্দামের কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন

এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে জনসভা শেষে সন্ধ্যা ৭টার দিকে জাকির আলী, রানা, আশিক পক্ষের লোকজন মোমিনপুর বাজারে অবস্থানকালে ওই বিরোধের জেরে খলিল, আতাহার, সাদ্দামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালান। এই ঘটনায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, এটি কোন রাজনৈতিক ঘটনা নয়। জনসভায় যাওয়ার সময় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের ঐতিহ্য হারিয়ে চলনবিল এখন মধুর বিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শ গ্রামে আগুন ১০ বাড়ি পুড়ে ছাই

বন্ধ রংপুর চিনিকল পুনরায় চালুর সিদ্ধান্তে এলাকায় খুশির বন্যা

ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ

রংপুরের কাউনিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

বগুড়ায় রানার প্লাজায় ৫ লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরি