নাটোরের বড়াইগ্রামে এক রাতে ১৩টি শ্যালো মেশিন চুরি
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষি জমিতে পানি সেচে ব্যবহৃত ১২ জন কৃষকের ১৩টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নাটোর-পাবনা মহাসড়কের পাশে উপজেলার গড়মাটি মৌজার মরাবিল থেকে এই মেশিনগুলো চুরি হয়।
স্থানীয়রা জানান, পানি সেচের জন্য কৃষি জমিতে মেশিনগুলো বসানো ছিল। ১৩টি শ্যালো মেশিনের আওতায় আনুমানিক ৫০ একর জমিতে থাকা বিভিন্ন ফসলের জমিতে পানি সেচ দেওয়া হতো। আজ বুধবার সকাল ৭টার দিকে জমিতে পানি সেচ দিতে গিয়ে ভুক্তভোগীরা তাদের মেশিন দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে এবং পুলিশে খবর দেন।
আরও পড়ুনমেশিনগুলো মহাসড়কের পাশে একটি আখ ক্ষেতে একত্রিত করে পরে ট্রাকযোগে সেগুলো নিয়ে যাওয়া হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সংঘবদ্ধ চোরদলকে ধরার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে।
মন্তব্য করুন