গাইবান্ধার সাদুল্লাপুরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় ৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ রাসেল মিয়া (৩২) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বসতবাড়ি থেকে ওইসব ইয়াবাসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রাসেল মিয়া গোবিন্দপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুনএতথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাসেল মিয়ার বসতবাড়ি থেকে ৮২পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেপ্তার করে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন