ভিডিও বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শ গ্রামে আগুন ১০ বাড়ি পুড়ে ছাই

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শ গ্রামে আগুন ১০ বাড়ি পুড়ে ছাই। ছবি : দৈনিক করতোয়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর মহল্লায় গত মঙ্গলবার রাতে আদর্শগ্রামে আগুন লেগে ১০টি বাড়ি পুড়ে ছাই গেছে। এসব বাড়ির লোকজন তাদের ঘর থেকে কোন জিনিসপত্র বের করতে পারেননি। প্রায় তিন ঘন্টা ধরে চলা এই আগুনে পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রাত ১১টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান রাতে ঘটনাস্থলে গিয়ে নিঃস্ব পরিবারগুলোকে খাবার এবং কম্বল প্রদান করেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মালা খাতুনের বাড়ি থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের নুরাল প্রামনিক, আনজানি খাতুন, রহিমা খাতুন, সবুজ মিয়া, জয়নাল আলী, আব্দুস সাত্তার, খুকি খাতুন ও বালা খাতুনের বাড়িতে ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া ১০টি বাড়ির মধ্যে একটি বাড়িতে কেউ ছিল না। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা মোট ৯টি। এসময় স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, আগুনে তাদের সব মিলিয়ে  প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। তারা নতুন করে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তারা প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া পরিবারগুলো তাদের ঘর থেকে কিছুই রক্ষা করতে পারেননি।

আরও পড়ুন

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, তিনি রাতে পুড়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে খাবার ও কম্বল বিতরণ করছেন। আদর্শগ্রামের এসব ঘরবাড়ি সরকার থেকে নির্মাণ করে গৃহহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছিল। পুড়ে যাওয়া বাড়িঘর নতুন করে তৈরি করে দেওয়ার ব্যাপারে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাবেন।

এদিকে আজ বুধবার উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন ও বিএনপি নেতা সাবেক মেয়র বেলাল হোসেন পুড়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, লবন, আলু বিতরণ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের ঐতিহ্য হারিয়ে চলনবিল এখন মধুর বিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শ গ্রামে আগুন ১০ বাড়ি পুড়ে ছাই

বন্ধ রংপুর চিনিকল পুনরায় চালুর সিদ্ধান্তে এলাকায় খুশির বন্যা

ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ

রংপুরের কাউনিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

বগুড়ায় রানার প্লাজায় ৫ লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরি