ভিডিও বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় সাবেক এমপি ও জেলা আ’ লীগ  সভাপতি রিপু নেত্রকোনায় গ্রেপ্তার

বগুড়ায় সাবেক এমপি ও জেলা আ’ লীগ  সভাপতি রিপু নেত্রকোনায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়া ৬ (সদর) আসনের সাবেক এমপি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে আন্দোলনকারীদের হত্যা মামলার এজাহার নামীয় আসামি ছিলেন রাগেবুল আহসান রিপু।

র‌্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বগুড়া সদর থানা এলাকায় আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর তার লালিত কর্মী বাহিনীকে আন্দোলন নস্যাৎ করার জন্য মাঠে থাকার নির্দেশ দেন।

এর প্রেক্ষিতে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালীন ছাত্র ও জনতার ওপর আক্রমণ চালায়। দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে, পিটিয়ে, কুপিয়ে আন্দোলনরত ৯ জন ছাত্র জনতা নিহত ও দুই শতাধিক ছাত্র জনতা আহত হয়। যার প্রেক্ষিতে রিপুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, এর দিক নির্দেশনায় গত বুধবার র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র‌্যাব-১৪ সিপিসি-২ এর অভিযানিক দল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রাগেবুল আহসান রিপুকে (৬৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুন

র‌্যাব সূত্র জানায়, ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধ সম্পদ অর্জন, নিয়োগ বাণিজ্য, দলীয় প্রভাবে দখলদারি, থানায় মারধর করে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে সাবেক এমপি রিপুর বিরুদ্ধে। যা সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, গত ৯ বছরে তার সম্পদ বেড়েছে ৩১ গুণ, একইসাথে ঘনিষ্ঠজনেরাও প্রচুর সম্পদের মালিক হয়েছেন। ২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি।

পরে বগুড়া-৬ আসন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ছেড়ে দেওয়া হলে নৌকার প্রার্থী রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরপরই অগ্নিসংযোগ করা হয় রিপুর বাড়ি ও গাড়িতে। সেদিনের পর থেকেই তার প্রাসাদসম বাড়িতে ঝুলছে তালা, পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। র‌্যাবের জালে আটকা পড়ে যান সাবেক এমপি রিপু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না : রংপুরে ড. বদিউল আলম মজুমদার

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

টঙ্গীর ইজতেমা মাঠে নিহত তাজুলের জানাজা বগুড়ায় সম্পন্ন

বগুড়ার নন্দীগ্রামে মুদি দোকানির জরিমানা, বাজার মনিটরিং

রাজধানীতে বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু

রংপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযানে দুই দালালের জরিমানা