ভিডিও শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

 শেষ ম্যাচ জিতে হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চান সিমন্স

 শেষ ম্যাচ জিতে হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চান সিমন্স, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার। তবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায় শুরু হতে যাওয়া তৃতীয় ম্যাচটিও জিতে বাড়ি ফিরতে চান দলের প্রধান কোচ ফিল সিমন্স। 

শুক্রবার অনুষ্ঠিতব্য শেষ ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলতে গিয়ে সিমন্স বলেছেন, ‘হোয়াইটওয়াশ করতে পারবো কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইবো অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই।’

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ভালো দল। অথচ এই ফরম্যাটেই ক্যারিবীয়দের বিপক্ষে ধবলধোলাই হতে হয়েছে। ওয়ানডে সিরিজের খারাপ পারফরম্যান্স ক্রিকেটারদের টি-টোয়েন্টিতে ভালো করতে উদ্বুদ্ধ করেছে বলে জানালেন বাংলাদেশের এই কোচ, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটো দল ভিন্ন। দুই দলে কিছু পরিবর্তন আছে। অনেকে আছে যারা ওয়ানডে দলে ছিল না, কিন্তু টি-টোয়েন্টি দলে এসে যোগ দিয়েছে। আপনি সবসময় আগের চেয়েও ভালো পারফরম্যান্স চাইবেন। ওয়ানডে সিরিজ হারের পরও ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। যদিও ওয়ানডেতেও আমরা ভালো খেলেছি।’ সিমন্স আরও বলেছেন, ‘আমার মনে হয় ওয়ানডে সিরিজের পারফরম্যান্স ওদের আত্মবিশ্বাস যুগিয়েছে যে এই দলের বিপক্ষে ভালো করা সম্ভব। যদিও ফরম্যাটটা একেবারেই আলাদা। যতটা সহজে আমরা জিতেছি, তা আগেভাগে অনুমান করার সুযোগ নেই। খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে ওয়ানডে সিরিজে হারার পরও এই সিরিজে যেভাবে খেলেছে।’

আরও পড়ুন

টানা দুই ম্যাচ জেতার পর সিমন্স আত্মবিশ্বাসী শেষ ম্যাচটিতে তার শিষ্যরা জিততে পারবেন, ‘আমি প্রতিটি ম্যাচের আগেই বিশ্বাস করি জেতা সম্ভব। ওয়ানডে সিরিজে কোনও ম্যাচ না জিতলেও এখানে এসে আমরা এই আলোচনাই করেছি কীভাবে জেতা সম্ভব। প্রথম ম্যাচেও, দ্বিতীয় ম্যাচেও, এবার তৃতীয় ম্যাচ নিয়ে বসবো কীভাবে জেতা যায়। আমাদের জয়ের সামর্থ্য আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনশ্রীতে ৬ তলা ভবনে আগুন

বগুড়ার নন্দীগ্রামে চালককে হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত পদার্থ প্রয়োগে গাছ মেরে ফেলার অভিযোগ

সিরাজগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

দৌলতদিয়া বোর্ডিং থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়