রিয়ালে ১২২ বছরের ইতিহাসে আনচেলত্তিই সেরা
স্পোর্টস ডেস্ক : খেলেছেন এসি মিলানের সর্বজয়ী দলের হয়ে। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। নিজের সেরা সময়ে বিশ্বের সেরা মিডফিল্ডারদেরই একজন ছিলেন তিনি। কিন্তু কোচ হিসেবে তার কীর্তির কারণে আড়ালে পড়ে গেছে খেলোয়াড়ি জীবনের কীর্তি। রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি একের পর এক কীর্তি গড়ে ছুটছেন অমরত্বের পথে। অন্তত রিয়াল মাদ্রিদের ইতিহাসে নিজের চিরস্থায়ী আসন পাকা করে ফেলেছেন ডন কার্লো।
কোচ হিসেবে কার্লো আনচেলত্তির অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব পাচুকাকে উড়িয়ে দিয়ে ফিফা’র ইন্টার কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র এবং রদ্রিগোর গোলে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোরা। আর এই আন্তমহাদেশীয় ট্রফি জিতেই রিয়াল মাদ্রিদের ১২২ বছরের ইতিহাসে সবাইকে ছাড়িয়ে গেছেন আনচেলত্তি। ১৫টি শিরোপা জিতে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচে পরিণত হয়েছেন ৬৫ বছর বয়সী ডন কার্লো। এতদিন ১৪টি শিরোপা নিয়ে আরেক কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ রিয়ালকে সর্বোচ্চ শিরোপা জেতানো কোচ ছিলেন আনচেলত্তি। এখন তিনি সবার ওপরে।
১৯৯০ সালে মারা যাওয়া মুনোজ এক দশক রিয়াল মাদ্রিদে খেলোয়াড় হিসেবে কাটানোর পর ১৯৬০ সালে কোচের দায়িত্ব নেন। ১৯৭৪ পর্যন্ত টানা ১৪ বছর রিয়ালের কোচ ছিলেন এই কিংবদন্তি। এই দীর্ঘ সময়ে ৯টি লা লিগা, দুটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ), একটি ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং দুটি কোপা দেল রে শিরোপা উপহার দিয়েছেন ক্লাবকে। তাকে কাটিয়ে যেতে আনচেলত্তির লেগেছে মোটে পাঁচ মৌসুম। রিয়ালে দুই মেয়াদে ২০১৩-২০১৫ এবং ২০২১ সাল থেকে কোচের দায়িত্ব পালন করেছেন আনচেলত্তি। এই সময়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি কে লা লিগা, কোপা দেলরে ও স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ এবং ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতলেন এই ইতালিয়ান।
আরও পড়ুনকোচ হিসেবে সর্বকালের সেরার ছোট্ট তালিকায় ঢুকে পড়া আনচেলত্তির রেকর্ডের শেষ নেই। একমাত্র কোচ হিসেবে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ। একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগেরই শিরোপা জিতেছেন এই ইতালিয়ান। ৩০ বছরের কোচিং ক্যারিয়ারে ইউরোপের বেশ কয়েকটি অভিজাত ক্লাবে কোচিং করিয়েছেন আনচেলত্তি। স্পেনে রিয়াল মাদ্রিদ, জার্মানিতে বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ডে চেলসি এবং ফ্রান্সে পিএসজি’র হয়ে লিগ শিরোপা জিতেছেন তিনি।
মন্তব্য করুন