ভিডিও বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা

নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের দুই বগির মাঝখানে হুক ভেঙে গেছে। এতে ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। তবে কোন দুর্ঘটনা না ঘটলেও প্রায় এক ঘন্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টা ১০ মিনিটে মাধনগর রেলওয়ে স্টেশনের তিন নম্বর লাইনে এ ঘটনা ঘটে। এ সময় স্টেশনে দাঁড়ানো  অবস্থায় নতুন হুক লাগিয়ে প্রায় এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। স্টেশনের অপর লাইনগুলো সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ উজ্জল আলী  এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ১২টা ১০মিনিটে ঢাকাগামী  আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনের ৩নং লাইনে প্রবেশ করে। সেখান থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটির ঝ নং এবং ঞ নং বগির মাঝখানের সংযোগ হুক ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন

পরে মেরামত শেষে দুপুর সোয়া ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। তবে অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান স্টেশন মাস্টার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মোকামতলায় সড়ক দুর্ঘটনায় শিবগঞ্জের সাবেক ওসি মোকাদ্দেম নিহত

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

নাটোরের নর্থবেঙ্গল চিনিকলের নিজস্ব জমিতে আখের পরিবর্তে চাষ হচ্ছে আলু-মশুর ডাল

আলু চাষে কদর বেড়েছে নারী শ্রমিকের

অবরুদ্ধ ও ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে মাঠে নেমেছে বিএনপি : রংপুরে শামসুজ্জামান দুদু

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ