বগুড়ার নন্দীগ্রামে মুদি দোকানির জরিমানা, বাজার মনিটরিং
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকানিকে জরিমানা করা হয়েছে। দিনভর বাজার মনিটরিং করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পৌর সদরের বাসস্ট্যান্ডে শাহাদত স্টোরসহ কয়েকটি মুদি দোকানে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু।
আরও পড়ুননিত্য প্রয়োজনীয় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনবোর্ড আপডেট না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকান মালিক শাহাদত হোসেনের ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত মূল্যে খাদ্যপণ্য বিক্রি করা থেকে বিরত থাকারও নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।
মন্তব্য করুন