বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গুরু চন্দ্র বর্মন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার নসরতপুর ইউনিয়নের পুশিন্দা হিন্দুপাড়ার গোপাল চন্দ্র বর্মনের ছেলে। গতকাল বুধবার গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
গুরু চন্দ্র বর্মনের ভাই অধির চন্দ্র বর্মন জানায়, সে মাদকাসক্ত ছিল। গতকাল বুধবার দিবাগত রাতে তার শয়ন ঘরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সে অবস্থায় তাকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনসেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন গভীর রাতে সে মারা যায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলাহয়েছে।
মন্তব্য করুন